Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

          ২০২১-২০২২ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ 

  • গবাদিপশু-পাখির রোগ প্রতিরোধে ৪.০২ কোটি মাত্রা টিকা প্রয়োগের মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রমের সম্প্রসারণ ঘটানো হয়েছে ও নজরদারি ব্যবস্থা জোরদারে ১৩৭০ টি ডিজিজ সার্ভিলেন্স পরিচালনা করা হয়েছে। রোগ প্রতিকারে ০.১৮ কোটি গবাদিপশু ও ১..৪৮ কোটি পোল্ট্রিকে উন্নত চিকিৎসা সেবাপ্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
  •    
  • খামারির সক্ষমতাবৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে ০.৩১ লক্ষ খামারিকে প্রশিক্ষণ প্রদান ও ৩৭১০ টি উঠান বৈঠক পরিচালনা করা হয়েছে।
  •    
  • নিরাপদ ও মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনে ৯২৪২ টি খামার/ফিডমিল/হ্যাচারি পরিদর্র্শন, ২৪২৫ জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) প্রশিক্ষণ এবং ১১৬ টি মোবাইল কোর্ট বাস্তবায়ন করা হয়েছে।